হবিগঞ্জ শহরের তিনটি ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ জানান, অনুমোদনহীনভাবে আইন অমান্য করে ওষুধ, ইনসুলিন, ক্রিম, টেস্টিস্যালাইন মজুদ রাখার অপরাধে ‘ড্রাগ অ্যাক্ট ১৯৪০’ অনুযায়ী মোদক ফার্মেসিকে ৫০ হাজার টাকা, ওরিয়েন্টাল মেডিকোকে ৩০ হাজার টাকা এবং উদয় ফার্মেসিকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে জেলা ড্রাগ সুপার সিকদার কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। আগামীতেও হবিগঞ্জ জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।