সুদানের দক্ষিণ দারফুরের আল জেনিনা শহরে এক সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫৪ জন। আজ সোমবার এ খবর জানানো হয়েছে। এ বছরের শুরুর দিকেও এ শহরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল।

সংঘর্ষ হয়েছে মাসালিট এবং আরব গোত্রের মধ্যে। গত শনিবার প্রথম এর সূচনা হয়। তা রবিবারেও চলে এবং সোমবারে তা পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়ে। বলা হয়েছে, দারফুরের ডক্টরস কমিটি এক বিবৃতিতে এসব জানিয়েছে। আরো বলা হয়, শহরের কিছু নাগরিক এবং জাতিসংঘের একটি অভ্যন্তরীণ নিরাপত্তা বুলেটিনে দেখা গেছে, সংঘর্ষে ভারি অস্ত্র এবং রকেট-প্রপেল্ড গ্রেনেড ব্যবহার করা হচ্ছে। কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে, শহরজুড়ে ধোঁয়া উড়ছে।

গত জানুয়ারিতেও এমন এক সংঘর্ষে আল জেনিনাতেই ১২৯ জন মারা গেছেন। গত বছরের অক্টোবরে কয়েকটি বিদ্রোহী দলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সুদানের সরকার। এরপর এ বছরের শুরুতে দেশটি থেকেব জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রত্যাহার করা শুরু হয়।

সূত্র: রয়টার্স।