সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশে পবিত্র রমজান শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ বিশ্বের অনেক দেশের মুসলিমরা আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) রমজানের প্রথম দিন হিসেবে রোজা পালন করছে। 

kalerkantho

পবিত্র রমজান মাসে সামাজিক দূরত্ব মেনে প্রতিদিন ৫০ হাজার মুসল্লি তাওয়াফ করতে পারবেন। 

করোনা সংক্রমণরোধে সোমবার রাতে রমজানের তারাবি নামাজ বিশ্বের অনেক দেশে অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিভিন্ন দেশে মসজিদে সম্মিলিত তারাবির অনুমোদন দেওয়া হয়। 

kalerkantho

স্বাস্থ্যবিধি মেনে মক্কার মসজিদুল হারামে রমজানের প্রথম তারাবি অনুষ্ঠিত। ছবি – আরব নিউজ। 

এদিকে করোনা সংক্রমণ রোধে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শুধুমাত্র করোনা টিকা নেওয়া মুসল্লিরা প্রবেশ করতে পারবে বলে জানায় সৌদি আরব। তা ছাড়া ওমরাহ পালনের ক্ষেত্রেও করোনা টিকা নেওয়া আবশ্যক করেছে দেশটি। 

kalerkantho

স্বাস্থ্যবিধি মেনে জাপানের টোকিও মসজিদে রমজানের প্রথম তারাবি। ছবি – আনাদোলু এজেন্সি। 

kalerkantho

সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া  একটি মসজিদে রমজানের প্রথম তারাবি।  

kalerkantho

সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে মালয়েশিয়ার জায়া প্রদেশের একটি মসজিদে রমজানের প্রথম তারাবি। ছবি – রয়টার্স। 

kalerkantho

করোনা সংক্রমণ রোধে ক্রোয়েশিয়ার জাগরেব মসজিদে সীমিত সংখ্যক মুসল্লি রমজানের প্রথম তারাবি আদায় করেন। ছবি – আনাদোলু এজেন্সি। 

kalerkantho

স্বাস্থ্যবিধি মেনে ইন্দোনেশিয়ার সুরাবায়ার আল আকবর মসজিদে নারীরা রমজানের প্রথম তারাবি আদায় করেন। ছবি – এএফপি। 

kalerkantho

পোডগোরিকার উসমানাজিক মসজিদে মুসলিম নারীরা রমজানের প্রথম তারাবির নামাজ আদায় করছেন। ছবি – এএফপি।

kalerkantho

রমজানের আগে নামাজের প্রস্তুতি হিসেবে জীবাণুমুক্তের কার্যক্রম চলছে মিসরের রাজধানী কায়রোর আল ফাতিহ মসজিদে।