রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাংবাদিক পরিচয়ে মাইক্রোবাস থামিয়ে চাঁদাবাজীর অভিযোগে পাঁচজনকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। পরে তাঁদেরকে স্থানীয় পুলিশের সোপর্দ করা হয়।

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাংবাদিক পরিচয়ে মাইক্রোবাস থামিয়ে চাঁদাবাজীর অভিযোগে পাঁচজনকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। পরে তাঁদেরকে স্থানীয় পুলিশের সোপর্দ করা হয়। 

আটককৃতরা হলেন- সাখাওয়াত হোসেন ওরফে সাগর, জামা আক্তার মিতু, বিপ্লব, অজিউল্লা খোকন ও ফারুক আহমেদ। 

বৃস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উত্তরা বিমানবন্দর এলাকায় গাড়ি থামিয়ে চাঁদাবাজী করার সময় তাদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে ভুক্তভোগীর একটি মোবাইল ফোন, পাচঁটি প্রেস আইডি কার্ড ও ৬টি মোবাইল ও চাঁদাবাজীর কাজে ব্যবহৃত ঢাকা টিভির লোগো লাগানো একটি ক্যামেরা জব্দ করে পুলিশ।

সংগৃহীত ছবি

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সাংবাদিক পরিচয়ে একটি মাইক্রোবাস থামানো হয়। গাড়িতে চোরাই মালামাল রয়েছে এমন তথ্যের ভিত্তিতে গাড়ি থামিয়ে গাড়িতে থাকা লোকজনদের ভয়-ভীতি দেখানো হয়। টাকা না দিলে ছবি তুলে পত্রিকা এবং টিভি চ্যানেলে তা প্রকাশ করা হবে বলেও হুমকি দেন তাঁরা।

তিনি আরো বলেন, গাড়িতে থাকা লোকজন টাকা দিতে অস্বীকার করলে তর্ক-বিতর্কের একপর্যায়ে যাত্রীরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এই সময় কথিত সাংবাদিক পরিচয় দেওয়া সাতজন থাকলেও পাঁচজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়। দুই জন কৌশলে পালিয়ে যায়।

ডিএমপির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তাপস কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক পাঁচজনের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানা এলাকায় গাড়ী থামিয়ে চাঁদা দাবি ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অপরাধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে গেছে। তাঁদের গ্রেফতারে অভিযান চলছে। 

তিনি আরো বলেন, এরা একটি চক্র। এরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ভেজাল মালামাল বিক্রিসহ নানান অভিযোগ তুলে ছবি ও ভিডিও ধারণ করে পত্রিকায এবং টেলিভিশনে প্রচার করা হবে বলে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করে আসছিলো। এমন অভিযোগ আমরা পেয়ে আসছিলাম। এসব বিষয়ে আগে থেকেই আমাদের নজরদারি ছিলো।

https://www.bvnews24.com/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80%C2%A0%E0%A7%AB-%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87%C2%A0%E0%A6%97%E0%A6%A3%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF%C2%A0-186242?fbclid=IwAR2QszLwjjojsKlmOHNI0y7rezYQDPrsAwrJbBUNBDk7kWnuZiE_zIN1cS0