ইতালির উত্তরাঞ্চলের ম্যাগিওর লেকের কাছে একটি ক্যাবল কার দুর্ঘটনায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। আজ রবিবার কারটি তার থেকে ছিটকে পড়ে দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকর্মী এবং বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়জন প্রাণ হারিয়েছে।
স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্ট্রেসা শহর থেকে মোটারোন পাহাড়ি এলাকায় যাত্রী বহন করা হচ্ছিল। এ ঘটনায় দুই শিশু গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর পরই জরুরি বিভাগের হেলিকপ্টার ঘটনাস্থলে পোঁছায়। ঘটনাস্থল থেকে দুই শিশুকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ইতালির গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকয়েকটি ছবিতে দেখা যায় বনের মধ্যে গাছের পাশে ক্যাবল কারটি দুমড়ে-মুচড়ে পড়ে আছে।
এই ঘটনার কারণ এখনও জানা যায়নি, তবে স্থানীয় প্রতিবেদনে দেখা গেছে যে বহনকারী ক্যাবল কার তারটি পর্বতের শীর্ষ থেকে প্রায় ৩০০ মিটার (৯৮৪ ফুট) উপরে ছিল।
সূত্র: ডয়েচে ভেলে।