মাসুদ রানা:

রাজধানীর মিরপুরে দেড় হাজার তিতাস গ্রাহকের গ্যাস বিলের ১০ কোটি টাকা আত্মসাত জালিয়াতির মূলহোতা ফারুক এর বিরুদ্ধে ভুক্তভোগিরা মিরপুর মডেল থানায় গত ২ ফেব্রুয়ারী তারিখে মো:ওমর ফারুক এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে এর পরপরই র‍্যাব-৪ এর গোয়ান্দা দল উক্ত মামলার ছায়া তদন্ত শুরু করে এবং জালিয়াতির রাজা প্রতারক ওমর ফারুকের অবস্থান সনাক্ত করে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছেন র‍্যাব-৪। গত সোমবার (৭ জুন) দুপুরে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন দীর্ঘদিন ধরে ফারুক পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সে মিরপুরের অনেক তিতাস গ্রাহকের বিলের টাকা আত্মসাত করে পালিয়েছিলো

এবিষয়ে গত সোমবার (৭ জুন) বিকেলে কারওয়ান বাজারের র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র‍্যাব-৪ এর অধিনায়র মো:মোজ্জাম্মেল হক সাংবাদিকদের জানান,মো: ওমর ফারুক(৩২)নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন সাগরপুর গ্রামে জম্মগ্রহন করেন,স্থানীয় স্কুলে ২০০৯ সালে এসএসসি পাস করে ২০১৪ সাথে ঢাকায় চলে এসে মগবাজার এলাকায় একটি বিকাশ দোকানে চাকুরী শুরু করে। অত:পর ২০১৫ সালে আহম্মেদনগর এলাকায় নিজে বিকাশ ব্যবসা শুরু করে প্রতারনার উদ্দ্যাশে প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ব্যাংক ০৫ টির অধিক একাউন্ট খোলে পরবর্তি সে ২০১৮ সালে মিরপুর -২ এর-১৩ নং ওয়ার্ডে ৬০ ফিট এলাকায় ইন্টার্ণ ব্যাংক ৫ টির অধিক একাউন্ট খোলে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করে,ওমর ফারুক তার এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার সকল গ্রাহকের গ্যাস,পানি বিদ্যুৎ বিল পরিশোধ করত ।গত ২০১৮ সাল থেকে তিতাস গ্যাস ওয়াসা ডেসকোর গ্রাহকদের কাছ থেকে বিল সংগ্রহ করে জমা না দিয়ে বিলের টাকা আত্নসাৎ করে কোটি টাকা হাতিয়ে নেয় বলে জানান র‍্যাব।