মুহাম্মদ খোরশেদ আলম ভূইঁয়া, ঢাকা।
বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহি: বিভাগ-২ এর পাশে নোংরা জরাজীর্ণ অবস্থা। দেখার মনে হয় কেউই নেই। বতর্মানে বাংলাদেশের ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি যে ভয়াবহ আকার ধারন করেছে তা সবারই জানা।
প্রতিদিন হাজার হাজার রোগী এই বহি:বিভাগে আসে রোগ থেকে মুক্তি পাবার আসায়। কিন্তু এই নোংরা জরাজীর্ণ পরিবেশে আরোও বেশি অসুস্থ হবার অবস্থা। কিন্তু কেন এই ভয়াবহ পরিস্থিতিতেও বঙ্গবন্ধু শেখ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহি:বিভাগ-২ এর পাশে এই নোংরা জরাজীর্ণ পরিবেশ থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের কি এই গুলো চোখে পরে না ? আশা করি বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই অবস্থায় দৃষ্টি দিবেন। বাত্তির নিচের এই অন্ধকার দূর করে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনবে।