গার্মেন্টসসহ শিল্প-কলকারখানা খুলে দেয়ায় প্রায় অকার্যকর হয়ে পড়েছে করোনা সংক্রমণ মোকাবিলায় জারি করা কঠোর লকডাউন। রাজধানীর সড়কের চিত্র প্রায় স্বাভাবিক। তবে, সড়কে ও ঘাটে ঢাকামুখি মানুষের চাপ কিছুটা কম দেখা গেছে।
এদিকে, গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও সড়কে চলছে বাস, সিএনজি। ঢাকার প্রবেশমুখ গাবতলী, যাত্রাবাড়ী, আবদুল্লাপুর এলাকায় রয়েছে ঢাকামুখী মানুষের চাপ। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, উপেক্ষিত সামাজিক দূরত্ব। পুলিশের চেকপোস্টে আজ তেমন কড়াকড়ি চোখে পড়েনি। সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে, বলছে আইনশৃঙ্খলা বাহিনী।
পবিত্র ঈদুল আজহার পর ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এই বিধিনিষেধ থাকবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। তবে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৫ আগস্টের পরো কঠোর বিধিনিষেধ বাড়াতে চায় স্বাস্থ্য অধিদপ্তর।