মোঃ আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গুইবিল বর্ডার গার্ড, (বিজিবি)৪ টি ভারতীয় গরু আটক করেছে। গরু গুলো কাস্টমস এর মাধ্যমে নিলামে বিক্রি করে সরকারী কোষাগারে টাকা জমা দেয়ার কথা জানান বিজিবি’র সহকারি পরিচালক(এডি) নাসির উদ্দিন চৌধুরী। বিজিবি’র গুইবিল সীমান্ত ফাঁড়ির সুবেদার মোঃ মোস্তফা জানান,১৩ই আগষ্ট শুক্রবার রাতে নিজস্ব গোয়েন্দা জিয়া উদ্দিনের মাধ্যমে জানতে পারেন ভারতীয় গরু পাচার হচ্ছে।

সেই মোতাবেক অভিযান চালিয়ে নালুয়া চা বাগান এলাকা থেকে ২টি ডেকা ও একটি বাচ্চাসহ গাভী আটক করে বিজিবি। পাচারকারী পাসর্পোর্ট জামাল, রহিম,জসিম ও ছত্তর পালিয়ে যায়। এসময় কালো রংয়ের ও নেরালাল রঙ্গের দটি ডেকা( ষাড়) ও একটি নেরালাল দুগ্ধ পায়ী বাচ্ছা সহ কাল রঙ্গের গাভী সহ চারটি গরু আটক করে, ব্যাটালিয়ান সদর হবিগঞ্জে নেওয়া হয়েছে, সেখান থেকে কাষ্টমস এর মাধ্যমে নিলামে বিক্রি করা হবে।