মুহাম্মদ খোরশেদ আলম ভূঁইয়া, ঢাকা:

বর্তমানে ডেঙ্গু এক ভয়াবহ আতঙ্কের নাম। এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় এবং ঢাকার বাইরেও অনেক রোগী জীবন হারিয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগী ঢাকায় বর্তমানে সবচেয়ে বেশি। এই ডেঙ্গু রোগীদের কথা চিন্তা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি “ডেঙ্গু চিকিৎসা সেল” স্থাপন করা হয়েছে কেবিন ব্লক এর নিচ তলায়। এই “ডেঙ্গু চিকিৎসা সেল” এ ডেঙ্গু রোগীর সবকিছুই ফ্রি তে করা হয়। “ডেঙ্গু চিকিৎসা সেল” এ যেখানে আছে পুরুষ ওয়ার্ড এবং মহিলা ওয়ার্ড। এখানে আছে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার, নার্স এবং একটি ল্যাব। ল্যাবে CBC & Dengue NS1 Antigen পরীক্ষা গুলো এখানে ফ্রি তে করা হয়।

ডেঙ্গু আক্রান্ত রোগীকে এখানে ভর্তি করিয়ে ফ্রি চিকিৎসা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের “ডেঙ্গু চিকিৎসা সেল” এর গত এক দিনের পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো। গত ৭ই আগস্ট সকাল ৮:০০টা থেকে আজ ৮ই আগস্ট সকাল ৮:০০টা পর্যন্ত এই পরিসংখ্যান। পূর্বের রোগীর সংখ্যা ১৩৬ জন, বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ৬৫ জন, ছুটি রোগীর সংখ্যা ২৭ জন, মোট ১৭৪ জন। মুমূর্ষ রোগী আইসিইউতে আছে ১ জন এবং হাই ডোজ ইউনিট এ আছে ৩ জন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই “ডেঙ্গু চিকিৎসা সেল” প্রশংসার দাবি রাখে। এই ডেঙ্গু চিকিৎসা সেল এর ডাক্তাররা এবং নার্সরা অক্লান্ত পরিশ্রম করে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। ঢাকা এবং ঢাকার বাহিরে সকল সরকারি হাসপাতালে এখন ডেঙ্গু রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি আমাদের সাধারণ মানুষকে আরো সচেতন হতে হবে। আমাদের বাসা বাড়িতে পানি কোন প্রকার পাত্র, বালতি এবং টবে জমিয়ে রাখা যাবে না। নিজের বাসায় এবং বাসার আশেপাশের সব কিছু পরিষ্কার রাখা। যেখান থেকে ডেঙ্গু মশা জন্ম নেয়।