মোঃ খালেদ খান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
পিরোজপুর জেলার ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় এহসান গ্রুপে ৪০ লাখ টাকা বিনোয়োগ দেয়া তা হারানোর চিন্তায় ৭০ বছরের চন্ডিপুরের চরবলেশ্বর গ্রামের আব্দুল আজিজ মাঝি নামের এক বৃদ্ধ স্ট্রোক করেছেন বলে খবর পাওয়া গেছে।
গত রবিবার ১২ সেপ্টেম্বর দিবাগত রাতে স্ট্রোক করার পর থেকে ঐ বৃদ্ধ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় যে, আব্দুল আজিজ মাঝি পিরোজপুরের মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপে পরিবারের সবাই মিলে দেড় বছর আগে ৪০ লাখ টাকা বিনা সুদে লাভের আশায় মাহফিলে বক্তাদের কথায় উদ্বুদ্ধ হয়ে বিনিয়োগ করেন। এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাগীব আহসানের গ্রেপ্তারের খবর শুনে টাকা হারানোর চিন্তায় আজিজ মাঝী স্ট্রোক করেছেন।
চরবলেশ্বর ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম এ ব্যাপারে বলেন, ‘আব্দুল আজিজ একজন মধ্যবিত্ত পরিবারের লোক। নিজের ও নিকটাত্মীয়রা তার মাধ্যমে এহসান গ্রুপে ৪০ লাখ টাকা জমা রেখেছিলেন। সেই টাকার শোকেই স্ট্রোক করে হাসপাতালে গেছেন ৭০ বছরের ঐ বৃদ্ধ।’