আঃ হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট।

চুনারুঘাটে মাইক্রোবাস দিয়ে গাঁজা পাচারকালে ১০ লক্ষ টাকার গাঁজা, মাইক্রোসহ পাচারকারী কে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। আটককৃত পাচারকারী বাহুবল উপজেলার মীরপুর ইউনিয়নের লাকরিপাড়া এলাকার মর্তুজ আলীর ছেলে আনোয়ার (২৮)। ঘটনাটি ঘটেছে ১২ সেপ্টেম্বর রাতের বেলা। গোপন সংবাদের ভিত্তিতে, ওসি আলী আশরাফ জানতে পারেন ভারত সীমান্ত থেকে একটি মাইক্রো (লাইটেসে)করে গাঁজার একটি বড় ধরনের চালান সিলেট অভিমুখে রওনা দিচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে ওসি আলি আশরাফ এর নেত্বতে এ, এস,আই,মাহমুদ হাসান, এ,এস আই ,হান্নান, সুভাষ সিংহ, পাপ্পু গোয়ালা,সবুজ বিপ্লব, রাসেল সহ একদল পুলিশ কাচুয়া এলাকায় রাস্তার পাশে উৎপেতে থাকেন। রাত ৯ টার দিকে কাচুয়া এলাকায় লাইটেসের সন্ধান পেয়ে পুলিশ আটকানোর চেষ্টা করে। ড্রাইবার লাইটেস না থামিয়ে হাই স্পিডে লাইটেস নিয়ে পালিয়ে শ্রিকূটা, কাজিরখিল, খোয়াই নদীর ব্রিজ পেরিয়ে নদীর পাড় দিয়ে গাজিগন্জ বাজার হয়ে দ্রুত গতিতে রার্নীরগাও রাস্তায় চলে যায়।

পিছনে থাকা পুলিশ লাইটেসের পিচু ধাওয়া করে। রাণীরগাও বাজারে গিয়ে লাইটেস টি আটক করতে সক্ষম হয়। এ সময় লাইটেস তল্লাশি করে ছোট বড় ৫ টি বস্তায় ৫১ কেজি গাঁজা সহ এক জনকে আটক করা হয়। মাদক বহনকারী লাইটেস ঢাকা মেট্রো চ- ১৪-০০৪১।

আটককৃত গাঁজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা হবে বলে জানান ওসি আলী আশরাফ। ১৩ সেপ্টেম্বর এ ব্যাপারে চুনারুঘাট থানায় মাদক দ্রব্র্য আইনে মামলা দিয়ে পাচারকারী কে আদালতে প্রেরন করা হয়।