মোঃ আঃ হান্নান, ক্রাইম রিপোর্টার সিলেট
চুনারুঘাটের দক্ষিণাঞ্চলের জনসাধারণের প্রানের দাবি ছিল বাল্লা স্থলবন্দরের। ২০১৬ ইং সালে বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহ জাহান খান বাল্লা সীমান্তবর্তী এলাকায় ১ নং গাজীপুর ইউনিয়নের কাটানীপার গ্রামে ( মৌজায়) সরেজমিন পরিদর্শন করে বাংলাদেশের ২৩ তম স্থলবন্দর ঘোষণা করেন।
এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের কাটানীপার (মৌজার) মোঃ আতাউর রহমান খানের ১০০ একশ শতক ( এক একর) জমি অধিক গ্রহনের মাধ্যমে উক্ত জমিতে আবাসিক প্রকল্পের জন্য নির্ধারণ করা হয়। ২৮/০৮/২০২১ ইং হতে স্থলবন্দরের আবাসিক প্রকল্পের বাউন্ডারির কাজ শুরু করা হয়।
এতে প্রায় সময়ই উপস্থিত থাকেন ইন্জিনিয়ার মোঃ রুহুল আমিন, সহকারী প্রকল্প স্থলবন্দর কতৃপক্ষ ও ইন্জিনিয়ার মেহেদী হাসান, উপসহকারী প্রকৌশলী বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষ উপস্থিত থেকে নিয়মিত তদারকি করে যাচ্ছেন।
স্থলবন্দর পেয়ে এলাকাবাসী খুশিতে আত্মহারা এ স্থলবন্দরে সরকারের কোটি কোটি টাকা আয় হবে বলে ও জানান সচেতন মহল। স্থলবন্দর আমাদানি রপ্তানি কারক কল্যাণ সমিতির সভাপতি মোঃ জালাল আহমেদ খান সর্বদাই ঐ স্থলবন্দর নির্মাণে সহযোগিতা করে যাচ্ছেন।