মাদারীপুরের কালকিনিতে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩টি ইউনিয়নে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। রবিবার মনোনয়ননপত্র দাখিলের শেষ দিনে মোট ৫৩ জন চেয়াম্যান প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে এ মনোনয়োন দাখিল করেন। এসব আওয়ামী লীগের প্রার্থী দলীয় ও সমর্থিত নেতাকর্মী নিয়ে উৎসবমুখর পরিবেশে প্রথমে উপজেলা চত্ত্বরে আসেন, পরে এই মনোনয়নপত্র জমা দেন।

এদিকে চরদৌলতখান ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার মনোনয়নপত্র জমা দিতে বাধা প্রদান ও মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। এর পরপরই পুরো উপজেলায় চরম উত্তেজনা শুরু হয়। থানা পুলিশের সঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে ১ লাখ ৬৯ হাজার ৬৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতির কথা জানায় নির্বাচন কর্মকর্তা ও পুলিশ।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল জানান, একদল দুর্বৃত্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালায়, পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই ৫৩ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ ৪০৮ ও সংরক্ষিত ১৩৮ নারী সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

মাদারীপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুরুতে এজন্য স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের সময় একটু ঝামেলা হয়েছিল, পরে পুলিশের সহযোগিতায় নিয়ন্ত্রণে আনা হয়েছে।