‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে সোমবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ সময় কালের কণ্ঠের মাদারীপুর জেলা প্রতিনিধি আয়শা সিদ্দিকা আকাশীসহ ১২ জন নারীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
মাদারীপুর জেলা প্রশাসন, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় মহিলা সংস্থা, পৌরসভা ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির হলরুমে আলোচনাসভা, নারী উদ্দ্যোক্তাদের সম্মাননা ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অ. দা.) মাহমুদা আক্তার কণা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী হোমায়রা লতিফ পান্না, স্যাইয়েদা সালমা, শিরিন আক্তার, আনোয়ারা রাজ্জাক প্রমুখ।
আলোচনাসভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন ক্ষেত্রে অবদার রাখার জন্য কালের কণ্ঠের মাদারীপুর জেলা প্রতিনিধি আয়শা সিদ্দিকা আকাশী, মাছরাঙা টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি আনজুমান আরা জুলিয়া, হেনা আক্তার, ইয়াসমিন দিপা, সাবিনা ইয়াসমিন, ফারহা দিবা, শিরিন আক্তার, নুপুর আক্তার, রহিমা খাতুন, পলি খানসহ ১২ জন নারীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া ১ জন দুস্থ মহিলাকে সেলাই মেশিন দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, নারীর প্রতি সকল সংহিসতা বন্ধে পরিবারকেই প্রধান ভূমিকা পালন করতে হবে। পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে হবে। ছেলে মেয়ে উভয়কেই সমান গুরুত্ব প্রদান করতে হবে।