আঃ হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট।
হবিগঞ্জ জেলায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব এডঃ মাহবুব আলী মহোদয়ের তিন দিনের সরকারি সফরে দ্বিতীয় দিনে ৮ নভেম্বর সোমবার বিকাল ৪ ঘটিকায় চুনারুঘাট উপজেলা প্রশাসন কর্তৃক গ্রামপুলিশদের মধ্যে সাইকেল বিতরণ কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি হস্তান্তর সহ প্রাথমিক বিদ্যালয় নবনির্মিত হাইস্কুলের ভবন উপজেলা থেকে উদ্বোধন করেন।
প্রথমে উপজেলার খেলার মাঠে 10 টি ইউনিয়নের ৮০ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল কৃষকদের মাঝে একটি ধান কাটার মেশিন প্রান্তিক কৃষকদের মাঝে অর্থবছরের রবি মৌসুমে সরিষা ভুট্টা সূর্যমুখী মসূর গম ও ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার আওতায় বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ শেষে মোনাজাত করে বাহিরের কার্যক্রম সমাপ্ত করেন।
দ্বিতীয়ার্ধের কাজ উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় বিকাল ৫ ঘটিকায়।
সঞ্চালনায় p.i.o প্রাবন পাল. সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক প্রধান অতিথি উদ্বোধক পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বাইশ চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর মহালদার আবিদা খাতুন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পিপি এডঃ আকবর হোসেন জিতু চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ পৌর মেয়র সাইফুল ইসলাম রুবেল পৌর আওয়ামী লীগ সভাপতি আবু তাহের মহালদার মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) আব্দুল গাফ্ফার আব্দুল সামাদ সহ আরো উপস্থিত ছিলেন।
দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড এর নেতাকর্মীবৃন্দ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ তাঁতী লীগের উপজেলা ও ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক শিক্ষক সাংবাদিক বৃন্দ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ প্রধান অতিথি চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সহ উপজেলা প্রশাসনের কাজের প্রশংসা করেন।
ওসি আলী আশরাফ পুলিশদের বাইসাইকেল বিতরণ এর ফলে আইন-শৃঙ্খলার উন্নতি হবে বলে বক্তব্যে প্রকাশ করেন।
প্রধান অতিথি প্রধানমন্ত্রীর দেওয়া ১২ জন চা শ্রমিকের মাঝে ১২ টি ঘরের চাবি নিজ হাতে বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী সভার সমাপ্তি ঘোষণা করেন।