যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর)। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১১ নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তে এক যুব কনভেননের মধ্য দিয়ে যুবলীগ প্রতিষ্ঠা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুব নেতা শেখ ফজলুল হক মণি এ যুবলীগ প্রতিষ্ঠা করেন। ফজলুর হক মনি ছিলেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।  
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এ যুবলীগকে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে।
প্রায় পাঁচ দশকের দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে যুবলীগ বর্তমানে দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। বিভিন্ন সময় দেশের বিভিন্ন সংটকে সমাজকে সংগঠিত করে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছে যুবলীগ। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এই সংগঠনের নেতাকর্মীদের আত্মত্যাগও রয়েছে।


৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করবে যুবলীগ।

এ.কে ফায়জুল হক স্কুল মাঠ বিকাল ৩ ঘটিকা আলোচনা সভা এবং বঙ্গবন্ধু ও শেখ মণির কর্মচিত্র প্রদর্শনী হয়।

শেখ মোঃ নাজমুল ইসলাম, আহবায়ক চিতলমারী উপজেলা যুবলীগ, চিতলমারী বাগেরহাট। মোঃ জামাল মুন্সি, যুবলীগ নেতা, চিতলমারী উপজেলা যুবলীগ, চিতলমারী, বাগেরহাট।

প্রধান অতিথি: জননেতা জনাব শেখ হেলাল উদ্দিন, এম.পি, বাগেরহাট-০১

সম্মানিত অতিথি: তারুণ্যের অহংকার শেখ তন্ময়, এম.পি, বাগেরহাট-২। বীর মুক্তিযোদ্ধা জনাব কামরুজ্জামান টুকু, সভাপতি বাগেরহাট জেলা আওয়ামী লীগ। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা আওয়ামী লীগ।

বিশেষ অতিথি: বাবু আশোক কুমার বড়াল, সহ-সভাপতি, বাগেরহাট জেলা আওয়ামী লীগ। জনাব মোঃ বাবুল হোসেন খান, সভাপতি, উপজেলা আওয়ামী লীগ চিতলমারী, বাগেরহাট। জনাব পীযূষ কান্তি রায়, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ, চিতলমারী বাগেরহাট। উদ্বোধক: জনাব সরদার নাসির উদ্দিন, আহ্বায়ক, বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগ।

প্রধান বক্তা: জনাব শাহ নেওয়াজ মোল্লা দোলন, যুগ্ন আহবায়ক, বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগ। বিশেষ বক্তা মোঃ ফারুক তালুকদার, যুগ্ন আহবায়ক, বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগ।

সভাপতিত্ব করবেন জনাব শেখ নজরুল ইসলাম, আহবায়ক চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগ।

সার্বিক পরিচালনায় জনাব শেখ মাহাতাবুজ্জামান, যুগ্ন-আহবায়ক, চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগ।

বিশেষ আকর্ষণ কণ্ঠশিল্পী মনির খান , কন্ঠ শিল্পী ডলি

আয়োজনে চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগ চিতলমারী, বাগেরহাট।


আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল দেশবাসীসহ যুব সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন।