গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ
ল’ এলামনাই এসোসিয়েশন এর নব নির্বাচিত ২১ সদস্য বিশিষ্ট কমিটি: গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ— ল’ এলমানাই এসোসিয়েশন সাবেক সকল শিক্ষার্থীদের মেলবন্ধনে আবদ্ধ করার জন্য ও বিশ্ববিদ্যালয় সময় উপযোগী শিক্ষা ব্যবস্থা এবং ভার্সিটির পরিচালনা পর্ষদ নতুন ক্যাম্পাসে শিক্ষার মান ও অন্যান্য সুযোগ সুবিধা জন্য গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ দেশের অনন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় যার রয়েছে নিজস্ব সু-বিশাল ক্যাম্পাস, শিক্ষা ও বিনোদনের মনোরম পরিবেশ তার মধ্যে ডিপার্টমেন্ট অফ ল’ এর ডিন প্রফেসর ড. মোহাম্মাদ তারেক আজিজ এর নির্দেশনায় ডিপার্টমেন্ট অফ ল’র চেয়ারপার্সন ড. মোঃ আরিফুজ্জামান এর সার্বিক তত্ত্বাবোধানে উক্ত কমিটি গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোঃ মেহেদী হাসান, সদস্য, সহকারী অধ্যাপক, মোঃ আবু নাঈম মিয়াজি, প্রভাষক ও প্রোগ্রাম সাইফুল ইসলাম, প্রভাষক, বিশ্বজিৎ ঘোষের আন্তরিক সহযোগিতায় ল’ এলামনাই এসোসিয়েশন কমিটি গঠন—
সভাপতি—অ্যাডভোকেট ইউসুফ পাটোয়ারী, সিনিয়র সহ—সভাপতি—অ্যাডভোকেট মোহাম্মদ কামাল উদ্দিন, ১নং সহ—সভাপতি—অ্যাডভোকেট মোঃ মিরাজুল ইসলাম, ২নং সহ—সভাপতি—মি. ফরহাদ হোসেন, কোষাধক্ষ্য— অ্যাডভোকেট হুমায়ুন করিম সিদ্দিকী, উপ-কোষাধক্ষ্য—মোঃ সাজেদুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক—অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, সহ—সাধারণ সম্পাদক— অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, ১নং যুগ্ম—সাধারণ সম্পাদক— অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান, ২নং যুগ্ম—সাধারণ সম্পাদক—ফারহানা শ্রাবনী, সাংগঠনিক সম্পাদক—মোঃ আমিনুল ইসলাম রিপন, সাংস্কৃতিক সম্পাদক— মোঃ শাহ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক, ক্রিড়া সম্পাদক—অ্যাডভোকেট আব্দুল্লাহ সালেহীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক— আরুপ রতন শাহা, দপ্তর সম্পাদক— অ্যাডভোকেট এস.এম জাকির হোসেন, নির্বাহী সদস্য— অ্যাডভোকেট এস এম আশিকুজ্জামান, নির্বাহী সদস্য— বি এম শাহরিয়ার মাজিদ, নির্বাহী সদস্য— অ্যাডভোকেট মোঃ আল আমিন, নির্বাহী সদস্য— অ্যাডভোকেট কাওছার জামান সুন্নি, নির্বাহী সদস্য— অ্যাডভোকেট জালাল আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।