ইরাকের ঐতিহাসিক কারবালা শহরে পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

নিরাপত্তাকর্মীদের বরাতে বার্তাসংস্থা এপি জানিয়েছে, মিছিল চলাকালে রাস্তার পাশের একটি স্থাপনা হঠাৎ ধসে পড়ে। এতে আতঙ্কিত হয়ে ছুটোছুটির সময় হতাহতের ঘটনা ঘটে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ-আল-বদর জানান, হতাহতের সংখ্যা এখনো চূড়ান্ত নয়। এটি আরও বাড়তে পারে।

কারবালার এক নিরাপত্তাকর্মী জানান, মানুষের অতিরিক্ত চাপের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

আশুরা পালনকালে সাম্প্রতিক সব দুর্ঘটনার মধ্যে মঙ্গলবারের এ ঘটনাই সবচেয়ে ভয়াবহ। এদিন, নবী করিম (সা.) এর দৌহিত্র হোসাইন (রা.)-এর শাহাদাত স্মরণে লাখ লাখ শিয়া মুসলমান কারবালা প্রান্তরে জড়ো হন। কালো পতাকা নিয়ে ঐতিহাসিক তাজিয়া মিছিলে যোগ দিয়েছিলেন তারা।