অবশেষে প্রকাশ্যে এল প্রয়াত ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুর রুপালি গিটার। চট্টগ্রাম নগরীর প্রর্বতক মোড়ে এখন এটি দেখা যাচ্ছে। আজ বুধবার সন্ধ্যায় রুপালি গিটার ভাস্কর্যটি উদ্বোধন করবেন নগরীর মেয়র আ জ ম নাছির উদ্দীন। সেইসঙ্গে আজ মোড়টিতে ‘আইয়ুব বাচ্চু চত্বর’ নামফলকও উন্মোচন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিকল্পনাবিদ রেজাউল করিম রেজা।

তিনি জানান, ‘আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণ ও তার সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানোর লক্ষ্যে নগরীর গুরুত্বপূর্ণ প্রবর্তক মোড় চত্বরে তার ঐতিহাসিক রুপালি গিটারের আদলে রুপালি গিটারের একটি প্রতীক বসানো হয়েছে। এখানে আইয়ুব বাচ্চুর ছবি থাকবে। তার সম্পর্কে তরুণ প্রজন্ম অনেক কিছু জানতে পারবে।’

স্টিলের পাতে তৈরি ১৮ ফুট উঁচু এই গিটারটিতে রয়েছে ৬টি তার। চট্টগ্রামের গোলপাহাড় মোড় থেকে প্রবর্তকের দিকে যাওয়ার সময় গিটারটির সামনের অংশ চোখে পড়বে।

উল্লেখ্য, গত বছরের ১৮ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন গুণী এই শিল্পী। ২০ অক্টোবর তাকে সমাহিত করা হয় চট্টগ্রাম নগরীর চৈতন্য গলি কবরস্থানে।