আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হবে। এই টুর্নামেন্টের নাম হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’। সব ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণে থাকবে। বিসিবি সভাপতির এমন বক্তব্যের পর ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে কীভাবে কী হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে আজ।
বিসিবির কার্যালয়ে আজ বৃহস্পতিবার বিকেলে বিপিএল নিয়ে মিটিংয়ে বসার কথা রয়েছে। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, দুয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত হবে। তার কথা মতোই আজ মিটিংয়ে বসবে বিসিবিতে।
এর আগে গত বুধবার বিসিবি সভাপতি ঘোষণা দেন বিপিএলের সপ্তম আসর বঙ্গবন্ধুর নামে হবে। আর সব দলকে নিয়ন্ত্রণ করবে বিসিবি।
তিনি বলেছিলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএল উৎসর্গ করা হবে, টুর্নামেন্টের নাম হবে “বঙ্গবন্ধু বিপিএল”। এই টুর্নামেন্টের সব খরচ বহন করবে বিসিবি, সব দায়িত্ব বিসিবির।’ সব কিছু ঠিক করে আমরা জানিয়ে দেব বলেও মন্তব্য করেছিলেন নাজমুল হাসান পাপন।