সৌদি রাজা সালমানের বহুদিনের ব্যক্তিগত দেহরক্ষী মেজর জেনারেল আবদুল আজিজ আল-ফাহগাম গুলিতে নিহত হয়েছেন। শনিবার রাতে জেদ্দার একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

সৌদি সরকারি সংবাদমাধ্যম এসপিএ’র  বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে,আবদুল আজিজ আল-ফাহগাম তার বন্ধু মামদুহ বিন মেসহাল আল আলির সঙ্গে  বাদানুবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আলি আগ্নেয়াস্ত্র বের করে আল-ফাহগামকে গুলি করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে আলি আত্মসমর্পণে অস্বীকৃতি জানায়। পরে পুলিশের গুলিতে সে নিহত হয়।

এসপিএ বিবৃতিতে জানিয়েছে, ওই সময় গোলাগুলিতে এক সৌদি ও এক ফিলিপাইনের নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য আহত হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ফাগহামকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। প্রয়াত বাদশাহ আব্দুল্লাহরও দেহরক্ষী ছিলেন ফাগহাম।