জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনামগঞ্জের নিরীহ শিশু তুহিন মিয়ার নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে ও এর সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের সামনে প্রায় ৫০ জন শিক্ষার্থী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা এই হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পাশাপাশি দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শোভন রহমান বলেন, ‘যে সমাজ খুনি, ধর্ষক তৈরি করে আমরা সেই সমাজের পরিবর্তন চাই। আমরা দেখেছি বুয়েটে আবরারকে যারা হত্যা করেছে তারা স্বীকার করেছে এই সমাজ তাদেরকে খুনি বানিয়েছে। তাই আমরা এসব খুনিদের বিচার চাওয়ার সঙ্গে সঙ্গে সমাজ পরিবর্তন করতে চাই। যাতে নতুন করে আর কোনো খুনি তৈরি না হয়।’
মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির বলেন, ‘হত্যা, ধর্ষণ আর দুর্নীতি এখন টক অফ দ্যা কান্ট্রি হয়ে দাঁড়িয়েছে। স্বাধীন বাংলাদেশ কি খুনি তৈরি করার জন্য? দুর্নীতিবাজ উপাচার্য পাওয়ার জন্য? আমরা বরাবরই দেখি খুনিরা খুন করে উল্লাস করছে। জোবায়ের, রাজনসহ সকল হত্যাকাণ্ডের যদি ঠিকমতো বিচার হতো তাহলে আজকে আমাদেরকে আবরার আর তুহিনকে হারাতে হতো না। ফাঁসির আসামিকে মুক্ত করে দেশের বাইরে পুনর্বাসন করেন আপনারা। যদি এইটা করতে থাকেন তাহলে সমাজের পরিবর্তন আসবে না।’