কক্সবাজারের উখিয়ায় আট লাখ পিস ইয়াবাসহ জামাল হোসেন (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

আটককৃত জামাল টেকনাফ উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লক থাকতো। তার বাবার নাম হোছেন।

গতকাল রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে রয়েল টিউলিপ হোটেলের পশ্চিম পাশে সমুদ্রসৈকত থেকে আট লাখ পিস ইয়াবাসহ জামাল নামে ওই রোহিঙ্গা যুবককে আটক করে র‌্যাবের একটি দল।

আজ সোমবার সকালে র‌্যাবের পক্ষ থেকে এক বার্তায় সহকারী পরিচালক, মিডিয়া (এএসপি) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান সমুদ্র পাড়ি দিয়ে উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকা দিয়ে ঢুকবে। এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

এ সময় ট্রলারে থাকা বস্তাভর্তি আট লাখ পিস ইয়াবাসহ জামালকে আটক করে র‌্যাব। এছাড়াও জামালের সঙ্গে থাকা নূর হাফেজসহ এবং অজ্ঞাতপরিচয় পাঁচ থেকে ছয় জন যুবক পালিয়ে যায়।