রাজধানীর কাঁটাবনে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটে আগুন লেগেছে। রোববার (১৫ ডিসেম্বর) রাত আটটায় আগুন লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আগুনে বেশ কয়েকটি দোকানে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। কাঁটাবনের স্পন্দন এ্যাওয়ার্ড নামক দোকানে এই আগুন লাগার ঘটনা ঘটে।

কাঁটাবন মার্কেটের সোহেল নামে এক ব্যবসায়ী জানান, ঘণ্টা খানেক আগে আগুন লেগেছে। আগুন কীভাবে লেগেছে তা বলতে পারছি না।

মিরাজ নামে এক ব্যবসায়ী বলেন, সাড়ে আটটায় আগুন লেগেছে। আমরা ‘আগুন’ ‘আগুন’ শব্দ শুনে দৌড়ে বের হই। তারপর দেখি আগুন অনেক উপরে উঠে গেছে। আগুন লাগার ২০ মিনিট পর ফায়ার সার্ভিস আসে। আমার মনে হয় লেজার মেশিন থেকে আগুন লেগেছে।

দোকান মালিক রেজাউল বলেন, আমি এখনো জানি না কীভাবে আগুন লেগেছে। দোকানের ভেতরে ঢুকলে বুঝতে পারব কেমন ক্ষয়-ক্ষতি হয়েছে। দোকানে ২৫-৩০ লাখ টাকার জিনিসপত্র ছিল বলেও জানান তিনি।

পলাশী শাখার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন কীভাবে লেগেছে তা এখনই বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে লেজার মেশিন থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।