ঘন কুয়াশায় বিভিন্ন নৌরুটে ১০-১২ ঘণ্টা বন্ধ ছিল ফেরিসহ নৌযান চলাচল। পাটুরিয়া-দৌলতদিয়া ও কাঁঠালবাড়ী-শিমুলিয়াসহ বিভিন্ন নৌরুটে ফেরি চলাচল করতে পারেনি। এর প্রভাব পড়েছে  দূরপাল্লার সড়কপথেও। গতকাল রাত থেকে চলছে যানজট।

দেশের অন্যান্য জেলার সড়কগুলোতেও ঘন কুয়াশার কারণে সড়কপথে থেমে থেমে চলছে দূরপাল্লার যানবাহন। গতকাল শনিবার রাত থেকেই সারা দেশের সড়ক যোগাযোগে এ ধীরগতি দেখা যায়।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ সকালে ছিল ঘন কুয়াশা। মাত্র কয়েক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। সকাল ১০টার পর কুয়াশা কেটে গেলেও আকাশে মেঘ থাকায় দেখা মিলছে না সূর্যের।

এদিকে, আজ রবিবার সকাল থেকেই দেশের দুই প্রধান নৌরুট সংশ্লিষ্ট সড়কে দেখা দিয়েছে যানজট। এসব সড়কে ঢাকামুখী গাড়িগুলো দুর্ঘটনা এড়াতে থেমে থেমে চলছে। সর্বোচ্চ গতিসীমা ১৫-৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। যানবাহনের ধীরগতির কারণে বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যানজটের তীব্রতা রয়েছে বিশেষ করে ফেরিঘাটগুলোতে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ রবিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করার কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে।

কাঁঠালবাড়ী ফেরিঘাটের বিআইডাব্লিউটিসি’র ব্যবস্থাপক মো. আলম বলেন, রাত ২টা থেকে ঘন কুযাশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার প্রকোপ কমে আসলে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি  চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। উভয় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন।

কাঁঠালবাড়ী ফেরিঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. নাসির হোসেন বলেন, ‘রাতে ফেরি বন্ধ থাকার কারণে ঘাটে যানজট সৃষ্টি হয়েছে। আমরা আজ বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’