অবশেষে প্রেসিডেন্ট হিসেবে আশরাফ গনির জয় ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রায় পাঁচ মাস তিক্ত বিতর্কের পর গনির জয় ঘোষণা করেছে কমিশন। এর আগে কয়েক দফা পেছানোর পর ২৮ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। জয় পাওয়ায় আগামী পঁচ বছর মেয়াদে আরো একবার আফগানিস্তানের প্রেসিডেন্ট হলেন গনি।

নির্বাচনে খুবই কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আশরাফ গনি। তিনি পেয়েছেন ৫০ দশমিক ৬৪ শতাংশ ভোট। আর তার প্রতিপক্ষ আবদুল্লাহ পেয়েছেন ৩৯ দশমিক পাঁচ শতাংশ ভোট। জয় পেতে দরকার ছিল ৫০ শতাংশ ভোট।

এর আগে ২০১৪ সালের নির্বাচনের পরো দেশটিতে একই সঙ্কট দেখা দেয়। সেবার শেষ পর্যন্ত নির্বাচনের কোনো ফলই ঘোষণা করা হয়নি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তখন ক্ষমতা ভাগাভাগিতে সম্মত হন দুই প্রতিদ্বন্দ্বী গনি এবং আব্দুল্লাহ।