উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় শরণখোলা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজির আহমেদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকার উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জামাদানকালে সাবেক অতিরিক্ত আইজিপি আওয়ামী লীগ নেতা ড. আব্দুর রহিম খান, মিজানুর রহমান জনি, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই আলম বাচ্চু, মোরেলগঞ্জের পৌর মেয়র অ্যাড. মনিরুল হক তালুকদার, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, আওয়ামী লীগ নেতা মো. মোজাম্মেল হোসেন, এম এ রশিদ আকন, এম সাইফুল ইসলাম খোকন, মেজবাহ উদ্দিন খোকন, আব্দুল হক হায়দারসহ দলের দুই উপজেলার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি কামাল উদ্দিন আকন ও সধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুলের কবর জিয়ারত করেন তিনি। সন্ধ্যায় রায়েন্দা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ আয়োজিত এক পথ সভায় বক্তব্য দেন নৌকার প্রার্থী অ্যাড. আমিরুল আলম মিলন।