ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী জামালপুর কমিউটার-১ ট্রেনের ইঞ্জিন আবারো বিকল হয়ে যায়। এতে ময়মনসিংহ থেকে আসা গফরগাঁওয়ের অনেক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী বিলম্বে কর্মস্থলে পৌঁছেন। ঘটনাটি ঘটে আজ রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথের আউলিয়ানগর-আহম্মদ বাড়ি রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে।
যাত্রীদের সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার-১ ট্রেন আজ রবিবার সকাল ৮টা ২৫মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের আহম্মদ বাড়ি রেলস্টেশন অতিক্রম করার পর মাঝপথে বিকল হয়ে যায়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা ট্রেনটি আউলিয়ানগর স্টেশনে আটকা পড়ে। পরে বলাকা ট্রেনের ইঞ্জিন গিয়ে মাঝপথে বিকল হওয়া ট্রেনটি টেনে আউলিয়া নগর স্টেশনে আসে। সোয়া ১০টার দিকে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে বিকল হওয়া জামালপুর-১ ট্রেনটি প্রায় দুই ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে যাত্রা করে। এতে ময়মনসিংহ থেকে আসা গফরগাঁওয়ের অনেক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে বিলম্বে কর্মস্থলে পৌঁছেন।
বিকল হওয়া জামালপুর কমিউটার-১ ট্রেনের যাত্রী শফিক উদ্দিন বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় চলাচলকারী ট্রেনগুলোর প্রায় সব ইঞ্জিন অত্যন্ত পুরনো। এ জন্য প্রায়ই ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনগুলো যেকোনো স্থানে যেকোনো সময় বিকল হতে পারে। তাই এ ট্রেনগুলোতে অনিশ্চয়তা নিয়ে যাতায়াত করতে হয়।