রফিকুল ইসলাম

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ১৫ জুয়ারি ও মাদক ব্যবসায়ীসহ ১৯জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়ার সামগ্রী ও আড়াই শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে বিভাগীয় নগরীর শম্ভুগঞ্জ, ফুলপুর ও ঈশ্বরগঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, ময়মনসিংহ পুলিশ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে দায়িত্ব পালনে ব্যস্ত থাকার সুযোগে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠে। এ অবস্থা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে জুয়ামুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এ লক্ষে ডিবির ওসি শাহ কামাল আকন্দের পরিকল্পনায় ও নেতৃত্বে এ সব অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার ডিবির এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ শম্ভুগঞ্জ থেকে আট জুয়াড়ি গ্রেফতার করে। এ সময় বিপুল পরিমাণ জুয়ার সামগ্রী উদ্ধার করে পুলিশ।
জুয়াড়িরা হলো, মোঃ সায়েম, জমশেদ আলী, মিন্টু মিয়া, আব্দুল হেকিম, লিটন মিয়া, মাহতাব আলী, আঃ আজিজ, মাসুদ পারভেজ। তাদের বাড়ি শম্ভুগঞ্জ ও আশপাশ এলাকায়।