সাংবাদিক রফিকুল ইসলাম
প্রধানমন্ত্রীর অঙ্গীকার এই দূর্যোগ মুহুর্তে কেউ না খেয়ে থাকবে না। ঘরে ঘরে খাবার পৌছে দেয়া হবে। মধ্যবিত্ত পরিবারের এমন একজন ময়মনসিংহ শহরের বলাশপুর এলাকা থেকে এসপি আহমার উজ্জামাকে ফোন করে তার অসাহায়ত্বের কথা জানান। মহত এসপি রাতেই মধ্যবিত্ত পরিবারের কাছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের মাধ্যমে ১৫ দিনের খাবার পৌছে দেন।
সুত্র জানায়, পরিবারের পক্ষ থেকে একজন এসপির মোবাইলে কান্না জড়িত কন্ঠে ফোন করলো । বললো, গরিব শ্রেণীর মানুষ সবাই ত্রাণ পাচ্ছে সাহায্য পাচ্ছে কিন্তু মধ্যবিত্ত বিভিন্ন দোকানে চাকরি করতো এরকম পরিবারে কেউ সাহায্য পাচ্ছে না । তেমনি ওই পরিবার পুলিশ সুপার মহোদয় কান্না জড়িত কন্ঠে জানালেন তার ঘরে আজ কোন খাবার নাই। পুলিশ সুপার তাৎক্ষণিক তার নিজস্ব তহবিল হইতে 15 দিনের খানা ডিবির মাধ্যমে পৌঁছে দিয়ে আসেন । কিন্তু পুলিশ সুপারের কঠোর নির্দেশ এরকম পরিবারের নাম প্রকাশ করা যাবে না । এভাবেই তিনি মধ্যবিত্ত লোকদের কেউ গোপনে সহযোগিতা করে যাচ্ছেন । ওই পরিবার আনন্দে কেঁদে ফেলে ।পুলিশ এত দ্রুত সহায়তা বাড়িতে পৌঁছে দিবে সে কল্পনাও করে নাই । এব্যপারে পুলিশ সুপার এর সত্যতা স্বীকার করলেও পরিবার পরিবারের নাম ঠিকানা জাননি। সত্যিই ময়মনসিংহের পুলিশ মানবিক। বাংলাদেশের পুলিশ মানবিক।