দিল্লিতে মুসলিমদের ওপর চালানো হত্যাযজ্ঞের পাঁচ দিন পর সেখানকার একটি নর্দমা থেকে ১১টি পঁচা গলা লাশ ভেসে ওঠার পর তা উদ্ধার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, পরিস্থিতি শান্ত হবার পর এখন হাসপাতালে স্বজনদের খোঁজে মানুষের ভিড় বাড়ছে। তবে অনেকেই তার স্বজনের খোঁজ পাচ্ছেন না। তারা সারা দিন বসে থেকে নিরাশ হয়ে বাড়ি ফিরছেন।

গেল সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যে চলমান সহিংসতায় সব মিলিয়ে অন্তত ৪৭ জন নিহত ও ৩০০ আহত হয়েছেন।

ভারতের বর্তমান সরকারের করা বিতর্কিত সিএএকে কেন্দ্র করে গত ২৩ ফেব্রুয়ারি থেকে দিল্লির উত্তর-পূর্বের বিভিন্ন এলাকায় দাঙ্গা-সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশের সামনেই শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ মুসলিমদের অসংখ্য বাড়িঘর ও দোকানপাট বেছে বেছে আগুন ধরিয়ে দেয় উগ্রপন্থীরা।