তিন ঘন্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে মিরপুরের রূপনগর বস্তিতে লাগা আগুন।এখনো কারো নিহত হবার খবর জানা যায়নি।

বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ার কারনে আরো ১৫টি ইউনিট এসে দীর্ঘ ৩ ঘন্টার অক্লান্ত চেষ্টায় ১২ টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনে।

ফায়ার সার্ভিস এর একজন কর্মী আহত হওয়ার খবর ছাড়া ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে হাজার খানেক ঘড় পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কয়েকমাস আগেও মিরপুরের চলন্তিকা বস্তিতে আরেকবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গত বছরের ১৬ আগস্ট সন্ধ্যায় মিরপুর ৭ নম্বরে রূপনগর থানার পেছনের বস্তিতে আগুন লাগে। মিরপুরের চলন্তিকা মোড় থেকে রূপনগর আবাসিক এলাকা পর্যন্ত ঝিলের ওপর কাঠের পাটাতন দিয়ে ছোট ছোট ঘর বানিয়ে গড়ে তোলা বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগে ওই বস্তির দুই হাজারের বেশি ঘরের প্রায় সব কটিই পুড়ে যায় সে অগ্নিকাণ্ডে।