কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তিনি ভালো আছেন এবং তার লক্ষণ খুব গুরুতর নয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এছাড়া ভাইরাসটি এখনো তাঁর দেহে সংক্রমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। তবে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কায় জাস্টিন ট্রুডো স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন।

এছাড়া প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি এক বিবৃতিতে নিজের অস্বস্তিকর অনুভূতি থাকলেও তিনি খুব দ্রুত সেরে উঠবেন বলে আশা প্রকাশ করছেন।

বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় বিবৃতিতে সোফি গ্রেগরির শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়ার কথা জানায়। এর আগে এই দম্পতি আক্রান্ত শঙ্কায় স্বেচ্ছায় আইসোলেশনে যান।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে জাস্টিন ট্রুডো বলেছেন, আমি ১৪ দিন স্বেচ্ছা আইসোলেশনে থাকবো। আমার আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই। আমি বেশ ভালো অনুভব করছি। প্রযুক্তি আমাকে ঘরে বসে কাজ করতে সাহায্য করছে।

এক অনুষ্ঠানে অংশ নিতে লন্ডনে গিয়েছিলেন জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরি ট্রুডো দম্পতি। আর সেখান থেকে ফেরার পরই সোফির করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয়।