মোঃ রোমান- ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলার বাসিন্দাদের করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এরি ধারাবাহিকতায় গতকাল করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ফরিদপুর জেলায় কাজ শুরু করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সাভার ক্যান্টনমেন্টের ২৮/বি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা ভাইরাস মোকাবিলায় করণীয় নিয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় যোগ দেন। সভায় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার আলিমুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ দিকে উদ্ভূত পরিস্থিতিতে ফরিদপুরে হাট-বাজারসহ জনসমাগমস্থলে চলাচল সীমিত করার জন্য জেলা প্রশাসন হতে গণ বিজ্ঞপ্তি জারি করার পর মানুষের চলাচল কমে গেছে।

অফিস-আদালত পাড়ায় সাধারণ মানুষের উপস্থিতি অনেক কম দেখা গেছে। রাস্তাঘাটে অন্যান্য সময়ের তুলনায় মানুষের উপস্থিতি কম। ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত ফরিদপুরে বিদেশফেরতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৭৩ জন। এর মধ্যে দুই হাজার ৫২৩ জনের বাড়িতে গিয়ে পুলিশ তদন্ত সম্পন্ন করেছেন