মোঃ রোমান- ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ঘারুয়া ও চুমুরদী উনিয়নের কুমার নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ অতিদ্রুত গতিতে এগিয়ে চলছে গত ৩০ মার্চ ২০১৯ তারিখ জনাব, মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) (মাননীয় জাতীয় সংসদ সদস্য-২১৪, ফরিদপুর ৪) এই ” বাবলাতলা বাসস্টান্ড RHD হইতে চুমুরদী খেয়াঘাট হইতে শরীফাবাদ FWC (UNR) উনিয়ন সড়কের ১৭০ মিটার চেইনেজে ৮০.০০ মিটার PC ব্রিজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। যাহার চুক্তি মূল্য নির্ধারণ করা হয় ৭,২৪,০০,০০০ টাকা চুমুরদী উনিয়নের ঐতিহ্যবাহী হাট-বাজার কে কেদ্র করে এই ব্রিজের নির্মাণ করা হচ্ছে, কারণ চুমুরদী উনিয়নের এই হাটে ফরিদপুর জেলার প্রাই এলাকার লোকের দৈনিক নিত্যপ্রয়োজনীয় কাজে আসে থাকেন, চুমুরদী উনিয়নের এই কুমার নদী সংলগ্ন এই বাজারটি মানুষের আস্থার প্রতিক, এখানে প্রতিদিন সকাল ৬ টা থেকে ১০ টা পর্যান্ত সকল ধরনের কাঁচা বাজার, মাছ, মাংস, দুধ,সহ সকল ধরনের পন্য পাওয়া জায়, এবং এই বাজারেই প্রতি বৃহসপতিবার সকাল-সন্ধা বিশাল হাটে হাজারো লোকের উপস্থিত ঘটে, প্রতি বৃহসপতিবারে এখানে সকল ধরনের শস্য পাইকারী ও খুচরা বিক্রয় করা হয়, এখানে একি সাথে রয়েছে পশু ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা, সহ সকল ধরনের পন্যের বিপুল সমারোহ, ফরিদপুর জেলার প্রতিটি এলাকার হাজার-হাজার লোকের উপস্থি এই বাজার কে অন্যতম করেছে, এখানে সব ধরনের প্রাই দোকান রয়েছে, এই বাজারের প্রতিটি দোকান সকাল-সন্ধ্যা পর্যান্ত খোলা থাকে, প্রতিদিন হাজারো লোকের নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য আসেন এই বাজারে, কুমার নদীর উপর এই ব্রিজ নির্মিত হলে মানুষের কল্যাণবয়ে আনবে, কারণ বিভিন্ন শস্য, পন্য,পশু নিয়ে নদী পার হয়ে আসতে দৈনিক হাজারো মানুষ ভোগান্তির শিকার হতে হয়, চুমুরদী উনিয়নের ইউ. পি সদস্য শেখ ফিরোজ বলেন, বর্তমানে করোনা ভাইরাসের কারোনে আমারা এই হাট-বাজার পরবর্তী নির্দেশনা না আসা পর্যান্ত বন্ধ ঘোষণা করেছি, তবে কিছু নিত্যপ্রয়োজনীয় পন্যের দোকান খোলা রাখা হয়েছে যেমন, ফার্মেসী, মুদিদোকান, এবং কয়েটি কাঁচা মালের দোকান তবে আমারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী সামাজিক দ্রুত্য বজায় রেখে বাজার পরিচালনা করছি, অন্যদিকে পার্শ্ববর্তী ঘারুয়া উনিয়নের বিশিষ্ট সমাজ সেবক এবং রাজনীতিবিদ মোঃ টুটুল মোল্লা বলেন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব, মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) আমাদের আস্থার প্রতিক তিনি আমাদের সকল চাওয়া পূরণ করে আসছেন, তারি ধারাবাহিকতায় তিনি আমাদের এই ব্রিজের ব্যবস্থা করেছেন, এই ব্রিজের নির্মাণ কাক শেষ হলে হাজারো মানুষের ভোগান্তি দুর হবে, এবং তিনি আরো বলেন আমারা আমাদের এলাকায় করোনাভাইরাস মোকাবিলায় জনসচেতনতা মূলক প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছি, আমাদের এম.পি জনাব মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) এর সহযোগিতায় আমাদের এলাকায় সার্জিক্যাল মাক্স, হ্যান্ড কাভার,সাবান ও ত্রান সামগ্রী বিরন করা হয়েছে, এবং প্রয়োজনে আমারা ব্যাক্তিগত উদ্যোগে ও এসব সামগ্রী বিতরণ করবো, কুমার নদীর উপর এই ব্রিজের নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন একালার সর্বস্তরের জনগণ,