মোঃ রোমান- ফরিদপুর প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার পাটাপাড়া গ্রামে জেলার প্রথম একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ৩৫ বছরের এই যুবক ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন। গত ৯ এপ্রিল তিনি ফরিদপুরের পাতরাইল থেকে বাগেরহাটের চিতলমারী উপজেলার পাটরপাড়া গ্রামে আসেন। খুঁসখুঁসে কাসিসহ করোনা আক্রান্তের উপসর্গ থাকায় তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আইইডিসিআরের রির্পোটে তার শরীরে করোনা পজেটিভ এসেছে। এই মোয়াজ্জিন বাগেরহাট জেলায় প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি। আজ (বুধবার) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির। এদিকে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বিকাল সাড়ে ৩টায় চিতলমারীতে ঘটনাস্থলে গিয়ে পাটরপাড়া গ্রামের আক্রান্তের বাড়িসহ আশপাশের ১৬ বাড়ি লকডাউন ঘোষণা করেন। এদিকে বাগেরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় খবরে জেলাজুড়ে করোনা আতংক ছড়িয়ে পড়েছে।এদিকে, ফরিদপুরের ভাঙ্গার পাতরাইল দিঘির পাড় জামে মসজিদের মোয়াজ্জিনের করোনা পজিটিভ হওয়ায় পাতরাইল মসজিদ সংলগ্ন এলাকাটি লকডাউনের দাবী জানিয়েছে স্থানীয়রা।