মোঃ রোমান- ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ভাঙ্গা থানার ঘারুয়ায় বাজারে দৈনিক শত শত মানুষের উপস্তিতি লক্ষ করা যাচ্ছে,
সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারেই চলছে এখানকার স্থানীয় বাজার ব্যাবস্থা। করোনাভাইরাসের কারণে ফরিদপুর জেলার সাথে সকল জেলার যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, একি সাথে একাধিক ব্যাক্তি চলাচল নিষিদ্ধ করা হয়েছে,জরুরী প্রয়োজন ছারা ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে, জরুরী নিত্যপ্রয়োজনীয় পন্যের দোকান ব্যাতিত সকল ধরনের দোকান পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে, ফার্মেসী, হাসপাতাল, ব্যাংক,এবং কিছু জরুরী সেবা সাময়িক সময়ের জন্য নির্ধারিত সময়ের জন্য খোলা রাখা হয়েছে, গণপরিবহন বন্ধ রাখা হয়েছে এবং সকল ধরনের কাচা বাজার খোলা মাঠে স্থানান্তর করা হয়েছে,

করোনাভাইরাসের কারোনে বাংলাদেশের সকল মানুষের সচেতনতার লক্ষে বাংলাদেশ সরকার বিভিন্ন পক্ষেপ গ্রহণ করলেও ভাঙ্গা থানার ঘারুয়া ইউনিয়নের শতাধিক অসচেতন ব্যবসায়ী আইনের চোখ ফাঁকি দিয়ে তাদের ইচ্ছামত ব্যবসা করছে,

সরকারি নিষেধাজ্ঞা থাকলেও ঘারুয়ায় দৈনিক বাজারে শত শত মানুষের উপস্তিতি এবং কোন প্রকার করোনাভাইরাস সচেতনতা না মেনেই বাজারে চলাচল করছে, এমতাবস্থায় অইনি সহায়তা চায় ঘারুয়ার সচেতন ব্যাক্তিবর্গ,

বিশিষ্ট সমাজ সেবক মোঃ কাইয়ুম ফকিরের বাড়ি ঘারুয়া বাজার সংলগ্ন তিনি বলেন বাংলাদেশ সরকারের সকল আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল এবং আমাদের ফরিদপুর ৪ আসনের এম.পি. জনাব, মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) করোনাভাইরাস নিয়ন্ত্রণ কাজ করছেন এবং ফরিদপুর ৪ আসনের সকল জনগণের পাশে আছেন। আমাদের ভাঙ্গা থানা পুলিশ করোনা সচেতনতায় কাজ করে যাচ্ছে, কিন্তু আমাদের ঘারুয়ার বাজারে দৈনিক এমন অবস্থা সৃষ্টি হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্তিত টের পেয়ে এসব বাজারের ব্যবসায়ী এবং ক্রেতাগন সামাজিক সময়ের জন্য সচেতন হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে গেলেই পুনরায় অসচেতন ভাবে বাজার চলতে থাকে তাই আমি আমার পরিবার এবং এলাকার মানুষকে করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে আইনি সাহায্য চাই।