মোঃ রোমান- ফরিদপুর প্রতিনিধি
করোনা ভাইরাসে বিপর্যস্থ সময়কালে স্থবির সাংস্কৃতিক অঙ্গনে শিল্পী বাউলদের পাশে দাঁড়ালো ফরিদপুর জেলা পুলিশ।
রবিবার বিকেল ৪টায় শহরের গোয়ালচামট সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফরিদপুর লালন পরিষদের ৬১জন বাউল পরিবারকে খাদ্য সহযোগিতা দিল জেলা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, মোঃ সাইফুজ্জামান, মোঃ সাহিদুল ইসলাম ও ফরিদপুর লালন পরিষদের সভাপতি বাউল পাগলা বাবলু খান, সহ-সভাপতি এস.এম. বখতিয়ার উদ্দিন, অর্থ সম্পাদক বাবলু সাহা, দপ্তর সম্পাদকবিজয় পোদ্দার, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সুর লহরী সঙ্গীত একাডেমীর অধ্যক্ষ গৌতম সরকারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্য সহযোগিতা হিসেবে চাল, ডাল, তেল, লবন, আলু তুলে দেওয়া হয় প্রত্যেক বাউল পরিবারের হাতে।
এসময় লালন শাহের “মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি” সম্মিলিত কণ্ঠে গান গেয়ে পুলিশকে সম্মাননা জানানো হয়। সেই সাথে এই দুর্যোগে দেশের মানুষের জন্য দিন-রাত পুলিশের দুঃসাহসী সেবা অভিযানকে বাউলদের পক্ষ থেকে সেলুট জানানো হয়।