মোঃ রোমান- ফরিদপুর প্রতিনিধি

কোভিট-১৯ বিস্তাররোধ ও দ্রব্যমূল্য সংক্রান্ত বাজার মনিটরিং কমিটির সভায় জনস্বার্থে ফরিদপুর পৌরসভার মেয়র, মার্কেট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ভোক্তা সংগঠন ক্যাব এর প্রতিনিধি ভয়াবহ কোভিট-১৯ বিস্তাররোধে আসন্ন মাহে রমজান ঈদ পর্যন্ত শপিং মল ও মার্কেট বন্ধ রাখার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কে অনুরোধ জানান।

আজ শুক্রবার (৮ মে ২০২০) সকাল ১১টায় ফরিদপুর জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে উক্ত বিষয়ে এক সভা জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দিপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান, ফরিদপুর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু,জেলা চেম্বার অব কমার্স এর সভাপতি মো: সিদ্দিকুর রহমান,জেলা ক্যাব এর সভাপতি সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপদপ্তর ফরিদপুর এর সহকারী পরিচালক মো: সোহেল শেখ, জেলা বাজার কর্মকর্তা মো: সাাহাদৎ হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকতা ডা: নুরুল্লাহ মো: আহসান, জেলা মৎস কর্মকর্তা মো: মনিরুল ইসলাম,ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য ও রাসিন পরিচালক আসমা আক্তার মুক্তা, বাজার বনিক সমিতির সভাপতি জয় গোবিন্দ সাহা, চকবাজার কাপড়পট্রি ব্যবসায়ী সমিতির সভাপতি মো: দেলোয়ার হোসেন দিলা,হাজি বাজার এর সভাপতি বজলুর রসিদ প্রমুখ।সভায় বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধি,কমিটির অন্যান্য সরকারী ও বে-সরকারী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ কোভিট-১৯ বিস্তাররোধ স্বাস্থ্য বিধি মেনে চলা, মানবিক সহায়তা ডিজিটাল কার্ড প্রবর্তন ধন্যবাদ জ্ঞাপন, ভয়াবহ কোভিট-১৯ বিস্তাররোধে আসন্ন মাহে রমজান ঈদ পর্যন্ত শপিং মল ও মার্কেট বন্ধ রাখার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও চেম্বার অব কর্মাস কে অনুরোধ জানান।