রফিকুল ইসলাম

ঈদে নতুন জামা মানেই মনে আনন্দ। তবে এবারে করোনা সংকটে ময়মনসিংহে যখন দরিদ্র শিশুরা পরিবারের অভাবের কারণে নতুন জামা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিল তখনই তাদের মাঝে আনন্দ বয়ে নিয়ে এলো ময়মনসংহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
পুনাক সভানেত্রী জেলা পুলিশ সুপার আহমার
উজ্জামানের স্ত্রী কানিজ আহমারের উদ্যোগে শতাধিক দরিদ্র শিশুরা ঈদ উপহার হিসেবে পেল নতুন জামা।

পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশনায় পুনাক সভানেত্রী কানিজ আহমার এবারের ঈদে নগরীর দরিদ্র মিশুদের নতুন জামা উপহারের উদ্যোগ নেন।গতকাল বুধবার দুপুরে নগরের রেল স্টেশন এলাকায় দরিদ্র অসহায় ও ভাসমান শিশুদের মাঝে এসব নতুন জামা বিতরণ করা হয়। জামা বিতরণ করেন জেলা ডিবি ওসি শাহ কামাল আকন্দ। তাকে সহায়তা করেন অন্য পুলিশ সদস্য ও কর্মকর্তারা।

শিশুরা সামাজিক দূরত্ব বজায় রেখে নতুন জামা গ্রহণ করে আনন্দে মেতে ওঠে। পুনাকের এমন উদ্যোগকে স্থানীয় নাগরিকরা স্বাগত জানিয়েছেন।