শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১০ জনে দাঁড়িয়েছে।আশঙ্কাজনক ভাবে হামলায় গুরুতর আহতদের মধ্যে অনেকেই সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৫০০ এবং অন্যদিকে কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে। গতকাল রোববারের ওই ভয়াবহ হামলার পর মঙ্গলবার দেশটির পুলিশের বরাত দিয়ে নিহতের এই সংখ্যা জানিয়েছে বার্তা সংস্থা গার্ডিয়ান।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে যে ভয়াবহ বোমা হামলার পর গতকাল শ্রীলঙ্কার সেনাবাহিনীকে যুদ্ধকালীন ক্ষমতা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে এক ভ্যানচালককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একটি বাসা থেকে মালিকসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।
শ্রীলংকান প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, এ জরুরি অবস্থা ঘোষণার ফলে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী আদালতের অনুমতি ছাড়াই সন্দেহভাজন যে কাউকে আটক ও জিজ্ঞাসাবাদ করতে পারবে।