রাজধানীর মিরপুরের-১০ নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। বকেয়া বেতন-ভাতার দাবিতে তারা সড়ক অবরোধ করে বলে জানা গেছে।
আজ বুধবার সকাল ৮টার পর থেকেই তারা রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। সকালে সড়ক অবরোধের দীর্ঘ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজনসহ অফিসগামী যাত্রীরা।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাকিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পল্লবী থানা এলাকার একটি গার্মেন্টেসের। বিজিএমইএ থেকে তারা কোনো সমাধান না পেয়ে মূলত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে।
সড়ক অবরোধে গোল চত্বরকে ঘিরে থাকা সবগুলো সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।