চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে উঠে গেলো পিএসজি। আটলান্টাকে ২-১ গোলে হারিয়ে নেইমারের পিএসজি রীতিমতো ইতিহাস গড়ল। 

খেলায় এগিয়ে ছিল আটলান্টা। বড়জোর ড্রয়ের জন্যে হলেও একটা গোল দরকার পিএসজি’র। শেষ তিন মিনিটেই পিএসজিকে সমতায় ফেরান মার্কিনিয়োস। শেষ মিনিটে গোল আসে তার পা থেকে। ড্র তখন নিশ্চিত। কিন্তু খেলা শেষের অতিরিক্ত সময়ে অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েই ফেললেন এরিক মাক্সিম চুপো-মোটিং। 

খেলার শুরুতে গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি পিএসজি। এগিয়ে যায় আটলান্টা। খেলার ২৬তম মিডফিল্ডার মারিও পাসালিচ পিএসজির জালে বল পাঠিয়ে দেন। দুই মিনিট পরই নেইমারের ক্যারিশমা। তবে গোল হয়নি। ২০ গজ দূর থেকে তার জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আটলান্টা। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে পিএসজি। পরে খেলার শেষ তিন মিনিটে সমতায় আসে ফরাসি দল। বাকিটুকু ইতিহাস। 

১৯৯৫ সালে শেষবারের মতো তাদের দেখা গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে। গতরাতের জয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো লিগের সেমিতে উঠল ফরাসি দল। পর্তুগালের লিসবনে এক লেগের কোয়ার্টার ফাইনালে শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠল পিএসজি।