মাসুদ রানা:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন গত ৯ জুলাই রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।তার অকাল মৃত্যুতে ঢাকা-১৮ আসনটি শূন্য হয় তাই শূন্য আসনটি পূর্ন করার জন্য উপনির্বাচনের দিন ধায্য হয় তার পেক্ষিতে ঢাকা-১৮ আওয়ামী লীগের সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়ন জমা দেন সাহারা খাতুনের অতি বিশ্বস্ত আস্থাভাজন বিশিষ্ট শিল্পপতি,সমাজসেবক’রাজনৈতিবীদ’ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবীব হাসান।
জীবনের পুরোটা সময় বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাথে জড়িত ছিলেন।দলের জন্য বিগত দিনগুলোতে দেশে যখন আওয়ালীগ কর্মি সংকট ও দেশের মানুষ যখন গণতন্ত্র সংকটে ভুগেছে,ঠিক তখনি আওয়ামীলীগের বঙ্গবন্ধুর একজন প্রকৃত মুজিব সৈনিক হয়ে,আন্দোলন সংগ্রামে রাজপথে মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন,আন্দোলন করেছেন সাধারন মানুষের জন্য আন্দোলন করেছেন সাধারন মানুষের ভোট ও ভাতের অধিকারের জন্য ও গণতন্ত্র পূনউদ্ধারের জন্য।আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন প্রথম সারির একজন ত্যাগি কর্মি ।
রাজপথে আন্দোলন করতে গিয়ে সহ্য করেছেন অনেক নির্যাতন নিপিডন খেটেছেন জেল ঝুলুম সহ অনেক অন্যায় অত্যাচার দলকে টিকে রাখার জন্য দিনে-রাতে দলের যেকোনো প্রয়োজনে ছুটে গিয়েছেন।তারপরও বিরোধী দলের সাথে আপোষ করেনি এই বর্ষিয়ান ত্যাগি নেতা হাবীব হাসান।
কিন্তু দুংখের বিষয় হলে উত্তরাবাসীর তাকে মনে প্রানে বিশ্বাস করেন ভালোবাসেন উত্তরাবাসীর শেষ আশ্রায়স্থল হাবীব হাসান চারদিকে যখন হাবীব হাসানের জয়জয়কার তৃনমূল নেতাকর্মীরা যখন তাকে নিয়ে আনন্দ উল্লাস করছে ঠিক তখন কিছু কুচক্র মহল এই মানুষটি কে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিভিন্ন নামে ব্যনামে অনলাইন পোর্টালে অপপ্রচারের চালিয়ে যাচ্ছেন তার ভাবমূর্তি নষ্ট করার জন্য।
হাবীব হাসান বঙ্গবন্ধু’কে মনে প্রানে বিশ্বাস করতেন ভালোবাসতেন তার দেখানো পথে হাঁটতেন ।
নেতা হিসেবে নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাধারন সেবাকর্মী হয়ে আত্মমানবতার সেবায় তিনি ছিলেন অবিচল জাতির ক্লান্তিলগ্নে সরকারী সহায়তার পাশাপাশি,নিজ ব্যক্তি উদ্দ্যোগে উত্তরায় অসংখ্য,অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষকে ব্যক্তি উদ্দ্যোগে তিনি সহায়তা করেছেন।
কিন্তু দুঃখের বিষয় হলে’ও সত্যি এ্যাড.সাহারা খাতুনের মতো এমন সৎ নিষ্ঠাবান ত্যাগি নেত্রীর গুরুত্বপূন্য ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছে দূণীতিবাজ’ভূমিদস্যু,ঋণখেলাপী’টেন্ডারবাজরা।

সর্বোপরি হাবীব হাসান বলেন,আমি কেমন মানুষ দেশরত্ন শেখ হাসিনা ব্যক্তিগত ভাবে জানেন তাই আমার বিরুদ্ধে কোনো রকম অপপ্রচার করে লাভ হবে না আমি জীবনের পুরোটা সময় বঙ্গবন্ধুর রাজনৈতি করেছি তার দেখানো পথে হেটেছি।দলের সুসময়ে শেখ হাসিনা আপা আমায় অনেক কিছু দিয়েছেন তাই আমার কোনো চাওয়া পাওয়া ও নেই ।দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা যদি আমায় যোগ্য মনে করে উত্তরাবাসীর সেবা করার সুযোগের জন্য আমায় দলীয় মনোনয়ন দেন,আমি আমার বাকিটা জীবন উত্তরাবাসীর সেবা করবো।আমার উত্তরা এলাকার প্রত্যেকটি রাস্তা,ড্রেনেজ ব্যবস্থাপনা, পাবলিক টয়লেট, স্কুল কলেজ, মসজিদ, মন্দির সব জায়গায় সর্বোচ্চ উন্নয়ন করার চেষ্টা করবো ।