সানাউল্লাহ দোহা (কাতার)প্রতিনিধি।

স্বল্প ঝুঁকির তালিকায় নেই এমন দেশগুলি থেকে আসা লোকদের জন্য হোটেল কোয়ারানটাইন 2020 সালের 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।বর্তমানে কাতারের বাইরে আছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য।

কাতারের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (সিএএ) এই নির্দেশনা জারি করেছে।নির্দেশনায় বলা হয়েছে,যারা ফ্লাইট বুকিং দিয়েছেন তাদের আগে থেকেই কাতারের একটি নির্দিষ্ট কোয়ারান্টাইন হোটেলে রিজার্ভেশন নিশ্চিত থাকতে হবে।এনিয়ে সরকারিভাবে সিভিল এভিয়েশন অথরিটি থেকে সকল এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্টদের নির্দেশনা পাঠানো হয়েছে।

এক্ষেত্রে কেবল কাতারে নাগরিক নয় যে কোন জাতীয়তার নাগরিকদের কাতার ফেরতে ৭ দিনের জন্য Discover Qatar” ওয়েবসাইটের মাধ্যমে। কোয়ারেন্টাইন হোটেল বুকিং করতে হবে।পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সকল এয়ারলাইন্স কোম্পানিকে এই নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

সিএএ’র তালিকায় বিভিন্ন মানের এবং বাজেটের ১৯টি কোয়ারেন্টাইন হোটেল উল্লেখ করা হয়েছে। যদিও এখন পর্যন্ত ডিসকভারি কাতারের ওয়েবসাইটে শুধুমাত্র ৩টি হোটেলে বুকিং করা যাচ্ছে।
হোটেলগুলো হল:
১. দুসিত দোহা
২. দ্যা ওয়েস্টিন দোহা হোটেল ও স্পা
৩. টাইম রাকো হোটেল
৪. দ্যা টাউন হোটেল
৫. এজদান হোটেল দোহা – টাওয়ার ২
৬. ম্যারিয়ট মারকুইস সিটি সেন্টার দোহা হোটেল
৭. আলরায়ান হোটেল দোহা, কুউরিও কালেকশন হিলটন
৮. সিটি সেন্টার রোটানা দোহা হোটেল
৯. কিংসগেট দোহা হোটেল
১০. মিলেনিয়াম সেন্ট্রাল হোটেল
১১. মিলেনিয়াম প্লাজা হোটেল
১২. ওয়িন্ডহাম গ্র্যান্ড রিজেন্সি দোহা হোটেল
১৩. দুসিত ডি২ সালওয়া দোহা
১৪. এজদান হোটেল দোহা – টাওয়ার ১
১৫. গ্র্যান্ড রেগাল হোটেল
১৬. হলিডে ভিলা হোটেল এন্ড রেসিডেন্স
১৭. K108 হোটেল
১৮. লা ভিলা হোটেল
১৯. সাফির হোটেল