সোহেল রানা, মালয়েশিয়া প্রতিনিধি।

বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে শুরু হওয়া প্রচুর বৃষ্টিপাতের কারনে রাজধানী কুয়ালালামপুরের প্রধান প্রধান সড়ক ও এলাকা বন্যায় তলিয়ে গেছে। ফলে সাধারনের চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা গুলির মধ্যে রয়েছে- জালান ডাং ওয়াঙ্গি, মসজিদ জামেক, জালান ক্যাম্পবেল, আমপাং মহাসড়ক এবং ওয়াংসা মাজু এলআরটি স্টেশন।

বিষয়টি নিয়ে সিটি ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সময়ে সময়ে প্রেস আপডেট করছেন।

এ দিকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নগরীতে বন্যার পরিমাণ সম্পর্কে ছবি ও ভিডিও ভাগ করেছেন। কিছু চিত্রে দেখা গেছে জালান টুন এইচ.এস. লি-র অংশগুলি প্লাবিত হয়েছে।
অন্য একটি ভিডিওতে জলান ডাং ওয়াঙ্গি, মসজিদ জামেক ডুবে থাকলেও বৃষ্টির পানি নামতে শুরু করেছে। মালয়েশিয়া সময় সন্ধ্যা ৭ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। তবে আকর্ষিক ক্ষতির পরিমান এ রিপোর্ট লিখা পর্যন্ত জানা যায়নি।