নিউইয়র্ক শহরে নির্বাচন পরবর্তী বিক্ষোভের অভিযোগে অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তারা আবর্জনায় আগুন জ্বালিয়ে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছিল এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
ম্যানহাটনের ওয়াশিংটন স্কয়ার পার্কে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার দাবিতে কয়েকশ মানুষ বিক্ষোভ করার পর আটকের ঘটনা ঘটে। সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে সমাবেশ করেছে কয়েকশ মানুষ।
পুলিশ বলছে, পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা এবং দোকানের কাচ ভেঙে ফেলার অভিযোগে তাদের আটক করা হয়েছে। একজনের কাছ থেকে চাকু ও অন্যজনের কাছ থেকে বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
নিউইয়র্ক পুলিশ এরই মধ্যে বিক্ষোভকারীদের মারমুখি কিছু ছবি প্রকাশ করে বলেছে, প্রত্যেকের মত প্রকাশের ব্যাপারে আমাদের সমর্থন আছে। কিন্তু আগুন জ্বালিয়ে অন্যদের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার বিষয়টি মেনে নেওয়া হবে না।
সূত্র : ওয়াশিংটন টাইমস