মোঃ আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে টমটমযোগে মাছের বক্সে বিশেষ পদ্ধতিতে গাঁজা পাচারকালে দুই মাদক ব্যবাসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই সম্রাটের নেতৃত্বে এএসআই আওলাদ, এএসআই মনির হোসেনসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চেকপোস্ট বসিয়ে টমটমে তল্লাশিচালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করেন। আটককৃতরা হলো হবিগন্জ জেলার চুনারুঘাট উপজেলার৩ নং দেওরগাছ ইউনিয়নের সিরাজ মিয়ার ছেলে আকরামুল ইসলাম বাদল(১৯) ও আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের মৃত মকুল হোসেনের ছেলে আকাশ (২০)। এসময় মাদক পাচারের ব্যবহৃত টমটমটি জব্দ করা হয়। চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ জানান, টমটমে মাছের বক্সে বিশেষ পদ্ধতিতে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৯০ হাজার টাকা। টমটমটি আমুরোড হতে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্য যাচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে । এ ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।