আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয় হয়। প্রত্যন্ত চরাঞ্চলের মতো জায়গায় ব্রিজ নির্মাণ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শরীয়তপুরসহ সারা বাংলাদেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারকে বার বার ক্ষমতায় আনতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে।
আজ সোমবার বিকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার সেতুর উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্ত্যবে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমারদে, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসিফ, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা ও এলজি ইডির নির্বাহী প্রকৌশলীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ২৭৬ টাকা ব্যয়ে কাচিকাটা ইউনিয়ন পরিষদ-ঘরিষার বাজার ভায়া প্রধানিয়া কান্দি সড়কের ২৭৯৯ মিটার আর সি সি গার্ডার ব্রিজটি নির্মাণ করে শরীয়তপুর প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কীর্তি নাশা নদীর ওপর দিয়ে নির্মিত ব্রিজটি জনসাধারণের চলা চলের জন্য উন্মুক্ত করে দেওয়ার ফলে চরাঞ্চলে মানুষের জেলা শহরের সাথে সড়ক যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হয়েছে।